সারাদেশ

মোংলায় ইউনিয়ন চেয়ারম্যানদের প্রত্যাহারের দাবিতে এনসিপির সংবাদ সম্মেলন

Spread the love

বাগেরহাটের মোংলায় গত ২৭ অক্টোবর সোমবার মোংলা উপজেলা পরিষদের সামনে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যানদের অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সংবাদ সম্মেলনে এনসিপি বাগেরহাট জেলা কমিটির সদস্য আবু হাসান বলেন “অনির্বাচিত আওয়ামী ফ্যাসিস্ট চেয়ারম্যানরা এখনো প্রত্যেক ইউনিয়ন পরিষদে বহাল আছে। তারা অনেকে পলাতক এবং অনিয়মিত অফিস করার কারনে মোংলাবাসীর সেবা ব্যাহত হচ্ছে। আমরা চাই এই সকল চেয়ারম্যানদের অতি দ্রুত সময়ের মধ্যে অপসারন করা হোক।” উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই দবি নিয়ে পূর্বে প্রেরিত স্মারকলিপির কোন আপডেট পাওয়া যায়নি বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।

আরও পড়ুনঃ কুমিল্লায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

তিনি আরও বলেন, মোংলা পৌরসভা ইতিমধ্যে প্রশাসক নিয়োগের মাধ্যমে সঠিকভাবে পরিচালিত হচ্ছে। এজন্য আমরা চাই সকল ইউনিয়নে প্রশাসক নিয়োগের মাধ্যমে জনগনকে সঠিক সেবা পেতে সহায়তা করা হোক।

উল্লেখ্য, গত ২৬ অক্টোবর ২০২৫ তারিখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মোংলা সমন্বয় কমিটি কতৃক উপজেলার চেয়ারম্যান প্রত্যাহারের দাবিতে উপজেলা পরিষদ ঘেরাও এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।