রাজাপুরে জমি নিয়ে সংঘর্ষে কামরুল ইসলামের ওপর সশস্ত্র হামলা
ঝালকাঠি প্রতিনিধি: ( রাজাপুরে জমি বিরোধে হামলা )
ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে কামরুল ইসলাম নামে এক ব্যক্তির ওপর হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ১১টার দিকে উপজেলার উত্তমপুর বাজার টোলঘর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত কামরুল ইসলাম স্থানীয় আবু জাফরের ছেলে। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
রাজাপুরে জমি বিরোধে হামলা, স্থানীয়রা যা বলছে:
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, একই এলাকার আমিনুল ইসলাম (পিতা: আনোয়ার হোসেন), ফরিদ (পিতা: এনসান), আনোয়ার (পিতা: আব্দুস সাত্তার) এবং শামীম (পিতা: আনোয়ার হোসেন) দেশীয় অস্ত্র ও চাইনিজ কুড়াল নিয়ে কামরুল ইসলামের ওপর হামলা চালায়। আকস্মিকভাবে পিছন থেকে আঘাত করে তার মাথায় কুড়াল চালানো হয়। এতে তার মাথায় অন্তত ১৩টি সেলাই দিতে হয়েছে। শরীরের বিভিন্ন স্থানেও কোপের চিহ্ন রয়েছে।
আহত কামরুলের ভাই জানান, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে মামলা চলছে এবং জমিটি ভোগদখল করছিলেন কামরুল। শুক্রবার সকালে প্রতিপক্ষরা জমিতে বেড়া দিতে গেলে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। কোনো অস্ত্র ছাড়া সেখানে উপস্থিত হলে সশস্ত্র হামলার শিকার হন তারা। তার ভাষায়, “আমার ভাইকে এমনভাবে আক্রমণ করা হয়েছে যেন হত্যার উদ্দেশ্যেই কুপিয়েছে।”
এদিকে কামরুলের বোনসহ স্বজনরা দ্রুত বিচার দাবি করেছেন। এলাকাবাসীরও দাবি, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় আহত পক্ষ রাজাপুর থানায় মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।
আরও পড়ুন- দেশে প্রথমবার ভয়েস ওভার ওয়াই-ফাই চালু: জানুন সুবিধাগুলো
আমাদের সাথে ফেসবুকে যুক্ত থাকুন।

