বিরলে বহবলদিঘী বাজার জামে মসজিদ উদ্বোধন
মোঃ সেলিম রেজা, (বিরল উপজেলা প্রতিনিধি):
দিনাজপুরের বিরলে বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষনা করেন মসজিদ কর্তৃপক্ষ।
উপজেলা প্রশাসন, প্রকৌশলী, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন এর সহযোগিতা নিয়ে মসজিদ নির্মান কাজ শুরু করলেও পরে স্থানীয় ও সামাজিক ব্যক্তিবর্গের আর্থিক সহযোগিতায় একতলা মসজিদ নির্মাণ কাজ শেষ করা হয়েছে। আজ জুমার নামাজের মাধ্যমে মসজিদটি সকল মুসল্লীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: বিরলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ এর উদ্বোধন
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, অত্র মসজিদ কমিটির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আকবর আলী’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক ব্যক্তিগন।

