সারাদেশ

নীলফামারীর সৈয়দপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষন, আসামি গ্রেফতার।

সংবাদটি শেয়ার করুন

শেরিফ হোসেন  (নীলফামারী জেলা প্রতিনিধি):

নীলফামারীর সৈয়দপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামিকে অবশেষে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর পরিবার সম্প্রতি থানায় মামলা দায়ের করলে ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব গোয়েন্দা তৎপরতা চালায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।গ্রেফতার হওয়া ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ বিরল উপজেলায় ব্যবসায়ী খুনের রহস্য উন্মেচন॥ হত্যা ঘটনায় জড়িত ২ জন আটক।

ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে, একই সঙ্গে পরিবারটি ন্যায়বিচার পাবে বলে আশা প্রকাশ করেছে স্থানীয়রা। র‌্যাব জানিয়েছে, নারীর প্রতি সকল প্রকার সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

One thought on “নীলফামারীর সৈয়দপুরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষন, আসামি গ্রেফতার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।