খেলা

সীতাকুণ্ডে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Spread the love

মোঃ হোসেন

চট্টগ্রাম জেলা প্রতিনিধি

সীতাকুণ্ড  বাঁশবাড়ীয়া  জমকালো আয়োজনে শুরু হয়েছে শহীদ জিয়া স্মৃতি  ফুটবল টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (২৪ অক্টোবর ) বিকেলে ৩টায়। বাঁশবাড়ীয়া  ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মাঠ প্রাঙ্গনেমো,আবদুল আল  মান্নানের  সঞ্চালনায়,অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক কাজী মো: সালাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো মহিউদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান অতিথি কাজী মো: সালাউদ্দিন বলেন, “ফুটবল বাংলাদেশের গ্রামীণ সমাজে ঐক্যের প্রতীক। এমন আয়োজন তরুণ প্রজন্মকে ক্রীড়ামুখী করে তুলবে এবং সামাজিক সম্প্রীতি বাড়াবে”।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,৬নং বাঁশবাড়ীয়া  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, মো,ইদ্রিস  মিয়া, ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন,যুবদলের  সভাপতি মো,বদর উদ্দিন ও সাধারণ সম্পাদক মো আলা উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ  – ওহিদুল ইসলাম -মো,কামাল -মো,নবী -মো,রাজু-মো,আইয়ুব আলী -কাজী মাইনুল ইসলাম-মো,আরফান -মো,ফাহিম-মো,রফিক-মো,নুর মোহাম্মদ -রতন কুমার নাথ-মো,আবু বক্কর, মো,বাহার প্রমুখ। উপস্থিত নেতৃবৃন্দ দর্শকসারীতে বসে খেলা উপভোগ করেন।

উদ্বোধনী খেলায় ৬নং বাঁশবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে রহমেতের পাড়া  ফুটবল  একাদশ ও ৭নং  ভোয়ালিয়া কোল ফাইডাস  ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় ২-০ গোলে ভোয়ালিয়া কোল  ফাইডাস  টিমকে হারিয়ে বিজয় অর্জন করে রহমের পাড়া  ফুটবল একাদশক । খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

টুর্নামেন্টের আয়োজকগন জানান মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের পদক্ষেন হিসাবে জন্যই এই ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।